আবার ফোন এবং হাবড়া
শেষ অব্দি দোলতলা পুলিশ লাইনে ফোন করলাম, সেখানে একজন জানালেন, আপনি ১০০ এই নম্বরে ফোন করুন। তিনি বললেন, আপনি জানেন কি, হাবড়ায় খুন হয়েছে আজ, দু-তিনজন খুন হয়েছে, কাল ওখানে বন্ধ, সমস্ত ফোর্স ওখানে।
তার মানে, খুন যারা হয়েছে, তৃণমূল আর কংগ্রেসের, তারা এই এদেরই পার্টির লোক, যারা এই মাঝরাত্তির পার করে ফাংশন করে চলেছে। মধ্যমগ্রাম আর হাবড়া তো এমন কিছু দূর না, এদের এটায় খারাপও লাগছে না। ক্ষমতায় না এসেই এদের এই হাল।
দাদা অামাদের পাড়ায় শনিবার এবং রবিবার ধরে চলল তৃনমূলের রক্তদান শিবির। অসহনীয় জোরে মাইক বেজে চলছিল।
রক্তদানের থেকে বেশি প্রয়োজনীয় ছিল ওদের কাছে কে কে উপস্থিত অাছে এবং কারা কারা অাসবে সেটা ঘোষনা করা।
Comment by দেবাশিস দাস — December 21, 2009 @ 1:29 am